তুমি আকাশের মেঘ
ক্ষণেক্ষণে পাল্টাও নিজের রূপ
পাহাড়ের রূপ থেকে হও চলমান নদী
ধূসরতা থেকে ছড়াও বর্ণিল বিভা
সাত রঙ জড়ো করো সকাল-সন্ধ্যায়
কখনোবা উড়ে যাও শুভ্র পাখা মেলে
ছুঁয়ে দিতে চাই
চলে যাও
ধরাছোঁয়ার নাগাল ছেড়ে
তবুও প্রত্যাশায় থাকি...


০৯/০১/২০১৮
মিরপুর, ঢাকা।