সঠিক দৃষ্টিভঙ্গী নিয়ে চলবো ভবে আমি;
সফল হবো, সুখী হবো ছেড়ে সব ধূর্তামী।
সুখী হতে, সফল হতে, প্রতিদিনই আমি;
সঠিক দৃষ্টিভঙ্গী নিয়ে চলবো দিবসযামী।
আজকে যাদের সাথে আমার দেখা হবে পথে,
ইতিবাচক জীবন-কথা বলবো তাঁদের সাথে।
দৃষ্টিভঙ্গী বদলাবো আজ নূতন পথে যেতে;
জীবনখানি বদলে নেবো সুখের ছোঁয়া পেতে।
রেগে গেলেই যায় যে হেরে- করবো না রাগ আর;
রাগকে নিয়ন্ত্রণে রেখে জয় করবো সংসার।
ইতিবাচক চিন্তাধারায় কল্যাণ বয়ে আনে;
ভাবনা-কাজে ইতিবাচক থাকবো সর্বখানে।
বাসবো ভালো মানুষেরে, দেবো যে সম্মান;
করবো না আর প্রকাশ্যেতে কাউকে অপমান।
কেউ যদিবা কুশলাদি জিজ্ঞাসে আমারে;
'আলহামদুলিল্লাহ' বলে জবাব দেবো তাঁরে।
ইতিবাচক দৃষ্টিভঙ্গী জয়ের সৃষ্টি করে;
অনুভূতির পূর্ণতাকে রাখবো তাতে ধরে।
নেতিবাচক দৃষ্টিভঙ্গী ক্ষয় আনে জীবনে;
চিন্তাধারার শূন্যতাকে স্থান দেবো না মনে।
আমার দৃষ্টিভঙ্গীগুলো করবো শুদ্ধ আজ;
দেশের জন্য, দশের জন্য করতে সঠিক কাজ।
অন্যের কাজে ভুলভ্রান্তির পশ্চাতে না চাবো;
সম্ভবপর সহযোগীর হাত বাড়িয়ে দেবো।


২৯/০৫/২০২২
মিরপুর, ঢাকা।