ভালোবাসি আজো তোমায় বালিকা!
আগের মতোন ঠিকই মৌসুমী বায়ু চিঠি বয়ে আনে;
তোমার প্রেমের, একী!
আকাশ-কুসুম ভাবনার জালে,
তোমার চুলের ঘ্রাণ অম্লজানের মতোন
                অমর শক্তি করেছে দান।
কুয়াশার মতো হৃদয় তোমার-
        এই আছে, এই নাই;
ঘাসের ডগায় মুক্তোর কণা,
        হৃদয়ের মাঝে চাই।
ছুঁয়ে দিতে চাই গভীর আবেগে কিশোর কালের মত-
তোমার চিবুক,
     স্নিগ্ধ নয়ন,
           কুন্তল অবিরত।
গোধূলি লগ্নে আকাশে যেমন
                    রঙের নাচন উঠে,
তুমিও তেমনি রঙিন বালিকা!
     রহো যে হৃদয়পুটে।
তোমার নিকট ছুটে যেতে
        চাই পুর জীবনের ছুটি;
কাজল বরণ ছলছল চোখ,
নিটোল চরণ দুটি ছুঁয়ে দিতে বড়ো সাধ,
থাকি তোমাতে জীবনভর;
তোমার জন্য কাব্যের চাষ করছি নিরন্তর।


২৭/০৮/২০১৭
মিরপুর, ঢাকা।