(আজ শহীদ আসাদ দিবস।)


এক ফোঁটা রক্ত পাল্টে দিতে পারে ইতিহাস।
গমগমে এ্যাভিনিউতে, রাজপথে আগুন জ্বালাতে
এক ফোঁটা রক্ত হয়ে যেতে পারে স্ফুলিঙ্গ-আরক,
জাতীয় মুক্তির, ভালোবাসার, স্বাধীনতার।
আসাদের এক ফোঁটা রক্ত লক্ষ লক্ষ প্রাণে,
আন্দোলনে, অভ্যুত্থানে, তেজঃময়ী শক্তি আনে।
ফিনিক্সের মতো জন্ম নেয় লক্ষ যুবক-আসাদ!
সময়ের যুদ্ধে যাবার সময় ছিলো যাদের।


অমোঘ বাণীর দ্যুতি উদ্ভাসিত হয় চারিদিকে;
মুক্তির বারতা- জাতির অধিকারের কথা,
মানুষের কথা, বেঁচে থাকার উদ্যোমী প্রেরণার কথা।
শুদ্ধ-সচেতন অধ্যেতার সেই সব এগার দফার সাথে
রক্তের শপথে একীভূত হয় জাতীয় মুক্তির ছয়।
নদীজল উচ্ছলতায় আছড়ে পড়ে সাগরের মোহনায়,
সুনামীর তেজে ছুটে আসে লক্ষ লক্ষ আসাদের প্রাণ-
রাজপথে, গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে- সারা বাংলাদেশে।


স্বৈরশাসকেরা অবনত হয় সত্য-বিনম্র শক্তির কাছে,
অন্ধকার ঠেলে উঠে আসে তিমিরবিনাশী সূর্যের বিভা।
জন্ম নেয় শত জনমের ভালোবাসা- স্বাধীনতা!
আসাদের রক্তফোঁটা পতাকার মাঝখানে লালটিপ।


২০/০১/২০১৮
মিরপুর, ঢাকা।