ভুল করেছি, করবো না আর কভু,
এবার তুমি মাফ করো আমাকে;
দু'হাত তুলে ডাকছি তোমায়, প্রভু!
ক্ষমা করো তোমার এ বান্দাকে।


মিথ্যা-ছলে করি কতোই পাপ,
সহজভাবে সত্য বলি নাকো;
আমায় তুমি এবার করো মাফ,
দয়া করে আমার বুকে থাকো।


আমার আছে যত অহঙ্কার
দাও ঘুচিয়ে তোমার করুণাতে;
মিথ্যা এ প্রাণ, জগত ও সংসার,
জীবন কাটে ঘোর অভিসম্পাতে।


আমার মাথা তোমার চরণমূলে
অর্ঘ্য দানি আমিই দাসের দাস;
লজ্জাশরম যাচ্ছি সকল ভুলে,
দয়া করে থামাও সর্বনাশ।


০৯/০৭/২০১৭
আমিন বজার, সাভার, ঢাকা।