হুডখোলা রিকশায় বসে আছি পাশাপাশি,
উপরের আকাশেতে মেঘেদের ওলানে যে
জলেরই কণা আজ ভারী ভারী মনে হয়।
এই বুঝি বৃষ্টির মেয়ে সব রাঙা পায়
চপলতা পায়ে তুলে ধুপধাপ হেঁটে যায়।
ভিজিয়ে সে  দিয়ে যাবে সমস্ত গাঁওখানি।
বিদ্যুত চমকেতে ছবি আনে অরোরার,
আর আনে মহামারী শত প্রাণ সংহারি।
দু'জনাতে হাতে হাত ধরে আছি চুপচাপ,
এর মাঝে করে যাই অদ্ভুত প্রার্থনা-
'আয়রে বৃষ্টি আয়!
আকাশ কাঁপায়ে, ধরণি নাচায়ে
        জলোচ্ছ্বাসের বেগে,
জলধি ভাসায়ে, রজনী হাসায়ে,
        আয় ছুটে আয় রেগে।
আমরা দুজন ভেসে যাবো তাতে,
        ধুয়েমুছে যাবে দাগ,
ভেসে যাবে সব লজ্জা এবং
        মিথ্যার অনুরাগ।'
আয়রে বৃষ্টি আয়!
আবহাওয়াবিদেরা গুণে যাক আজ,
কতো পরিমাণে, কোথায় পড়েছে
তীব্র-দহন ওই আগুনের বাজ!
জল সয়লাবে, ডুবে গেছে কতো
শহর-নগর, সে-ই জলেরই ধারায়?
আয়রে বৃষ্টি আয়!


২৯/০৯/২০১৭
মিরপুর, ঢাকা।