কলাপাতায় মোড়ানো নির্মল সোহাগ
আর জংলি ফুলেদের গন্ধটুকু দিও,
থির পুকুরের নীরে ঢেউ তুলে দিয়ে
পরান পানসি আমার ভাসিয়ে নিও।
এ আশ্বাসটুকু নিয়ে তোমাতেই আমি
থাকতে চেয়েছিলাম দিবস ও যামী।


তাই, জীবনের আশা, শত ভালোবাসা
গোপনে তোমার নামে করিয়াছি জমা;
ছোটখাট ভুলগুলি তুমি যাবে ভুলি'
প্রেমে, করুণার ভাবে করে দিবে ক্ষমা।
কখনো করোনি অামিত্বের অহঙ্কারে,
হেলা করে গেছো তীব্রভাবে বারেবারে


প্রতিদিন শুনি আজ ক্রমাগত বাজে
তোমার করুণ রিংটোন আমার ফোনে,
ঐশ্বর্যময় সুরেলা সেই আওয়াজ
বারেবারে বেজে উঠে গভীর আহ্বানে।
সব হারানো নির্জীব ভাবি চুপিচুপি-
পৃথিবীর মানুষেরা কতো বহুরূপী!


১৩/০৪/২০১৮
মিরপুর, ঢাকা।