সক্কালে খাও রাজার মতোন
        মহা ভূঁড়িভোজ,
দুপুর বেলায় প্রজার মতোন
        পেট ভরে খাও রোজ।


রাত্রে তুমি খাবে এমন
        ঠিক যেনো কাঙাল,
জ্ঞানীলোকে বলে গেছেন-
        শুনো, হে বাঙাল!


বাংলাদেশের ব্যাংকারেরা
        পারে না তা মানতে,
সকাল-দুপুর-সন্ধ্যা গড়ায়
        ব্যাংকের ঘানি টানতে।


ঘুম ভাঙতেই তাড়াহুড়ো
        ব্যাংকে যাওয়ার জন্য,
নাস্তা খাওয়া হয় না যে তার
        রুটি কিংবা অন্ন।


কাজের চাপে বসে খাওয়া
        হয় না দুপুর বেলা,
কোনরকম মুখে গুজে
        একটু রুটি-কলা।


রাতের বেলায় একটু স্বাধীন
        খায় সে পুরোপুরি,
তাইতো দিনেদিনে বাড়ে
        ব্যাংকারদের ভূঁড়ি।


জ্ঞানীর বচন মানতে, ভাইরে,
        পারছে না ব্যাংকার,
কষ্টে তাদের জীবন চলে,
        শুধুই হাহাকার!


১৪/০৩/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।