ব্যাংকের চাকরিতে ব্যাংকার পেরেশান,
ভুলে যায় খেলা-ধুলা, ভুলে যায় নাচ-গান।
শিল্পের চর্চায় থাকতে যে মন চায়,
কিন্তু সে পারছে না , তাই থাকে হতাশায়।
হাসি-খেলা ছেড়ে দিয়ে কর্মের চিন্তায়,
বছরের বার মাস, সপ্তাহ, দিন যায়।
যদি শুনে মৃত্যুর খরবটা স্বজনের,
জানাযায় যেতে পারা সুখ হয় ক'জনের?
নিজেদের ছেলে-মেয়ে লম্বায় কতোটুক্?
ঠিকভাবে বলতে যে হয়ে যায় ভুলচুক।
সকালেতে শোয়া দেখে, রাতে দেখে বিছানায়,
কতোটুকু লম্বায়! বলো, তা' কি বলা যায়?
দিনভর শুনে ভাই গ্রাহকের ঝংকার!
হিংসুটে লোকে কয়- সুখী নাকি ব্যাংকার!


৩০/০১/২০১৮
মিরপুর ক্যাণ্টনমেণ্ট, ঢাকা।