তোমাকে ভেবেছি সারারাত একাকী গোপনে,
শিশিরের মত নৈশাব্দিক গহীনের বনে,
চলেছি সুদূরে, অন্ধগলির কূটিল রঙ্গ পথে;
খেয়ালী জ্যোৎস্নার ভয়হীন এক রথে।
বারুদ-বিহঙ্গের সরস কণ্ঠের ডাকে
অলীক মোহের তটিনীর তীর ঘেসে হাঁটি;
গোলাপের শাখা আদুরে বাতাস ছড়ায়,
লোভাতুর মন! ফিরে যেতে চায়
আলোকের পথ ছেড়ে অন্ধকারে-
গুমোট ত্রাসের পিশাচ-জঙ্গলে।


ভোরের আলোর ঘ্রাণে মননে চমক আনে,
সহসা হোঁচট খাই বাস্তবের কঠিন প্রস্তরে;
থরথর কাঁপে সর্বাঙ্গ অজানিত ভয়ে।
ভুল পথে হেঁটে গেছি কি অনেকটা দূরে?


ফিরে এসো, মিথ্যার নিপুণ ভাঁজ ভেঙ্গে,
ফিরে এসো, সমুদ্রের উন্মুক্ত বেলাভূমির কাছে,
ফিরে এসো, ঝাউবনের সতেজ বায়ুর ভেতরে,
ফিরে এসো, সবুজ পাহাড়ের স্নিগ্ধতায়,
ফিরে এসো, অন্ধগলির মাদকতা ছেড়ে
সত্যের কনকপ্রভার শিরিন আলোর টানে।


২৮ জ্যৈষ্ঠ, ১৪২৪
১২/০৬/২০১৭
মিরপুর, ঢাকা।