তোমরা বলো- আরেকটু রও বসুন্ধরায়;
কথার সুঁইয়ে করতে সেলাই শীতের কাঁথা।
কিন্ত, আমার ইচ্ছে করে হাতের মুঠোও
প্রাণটা ধরে উড়ে যেতে মেঘের সাথে
অনেক দূরে; শাওন রাতে পাহাড় ঘেসা
সমুদ্দুরে, তেপান্তরের মাঠ পেরিয়ে,
সাগর-নদী ঘাট পেরিয়ে, যাবো দূরে।
এই জীবনের শিকল ছিঁড়ে উথালপাথাল
জলোচ্ছ্বাসে সব ডুবিয়ে- দুঃখ যতো,
কষ্ট যতো, হিংসা যতো, ক্ষতের মতো,
ঘায়ের মতো গায়ের সাথে মিশে আছে।
সব ডুবিয়ে অশ্রুজলের জলোচ্ছ্বাসে;
উড়ে যেতে দূরের দেশে ইচ্ছে জাগে।
বিষণ্ণতার দেয়াল ঘিরে রুদ্ধ ঘরের
কারাগারের ক্রিতদাসের জীবন ছেড়ে
অনেক দূরে চলে যেতে মেঘের সাথে
ইচ্ছে করে। ভালোবাসার নামে চলে
হৃদয় নিয়ে ব্যবসাপাতি; ঠুনকো জীবন,
ঠুনকো এ প্রেম হেলাফেলার, প্রেমের নামে
হিসাব কষা- লাভ ও ক্ষতির। চিত্ত নাকি
বিত্ত নেবে? চিত্ত দিয়ে পেট ভরে না-
পেটই জীবন, রিরংসাতে সুখ খুঁজে যায়
ধরার মাঝে, চোখের নেশার ভালোবাসায়।
ক্ষুধার্ত কয়- 'চাঁদটা রুটি। ফুলের সুবাস
কি দাম আছে? ফুলের মাঝে গন্ধ আছে-
সুগন্ধময়! ফুল দিয়ে কি ভরবে আমার
শূন্য উদর? সুকুমারের চিত্তগুলো
আস্তাকুড়ে থাক না পড়ে, বস্তা ভরে
বিত্ত আনো, চিত্ত ছেড়ে; বিত্ত দিয়ে
চিত্ত কেনো অকাতরে। কড়ি পেলে
কঠিন হৃদয় কোমল হবে এইতো জানি!'
তাই বুঝি আজ ইচ্ছে করে সকল ছেড়ে
উড়ে যেতে অনেক দূরে; অনেক দূরের
মেঘের সাথে নিশুত রাতে হাতের মুঠোও
প্রাণটা লয়ে, চলে যেতে ইচ্ছে করে।


১৬/০৮/২০১৭
মিরপুর, ঢাকা।