ভাবনার লাউ গাছে বেগুন খুঁজি যে প্রতিদিন!
বন্ধু, তাহলে আমি কি বোকা, পৃথিবীতে অর্বাচীন?
যতো দেখি, এখানে-সেখানে, কিছুই শিখিনি আমি,
হতবাক! দেখে, দেখে, মানুষের চালাকি, ধূর্তামী।
কাহারো আঙুল ফুলে মোটাতাজা কলাগাছ হয়!
আমি যদি হতে চাই; তবে, সকলে মিলিয়া কয়-
এইবার তোর ধ্বংস নিশ্চিত হবে, রে হুমায়ূন;
দিনশেষে তুই মাচাতে খুঁজিস পাহাড়ি বেগুন!
তারা উপদেশ দেয়, ভালোবেসে, সবে মিলেমিশে,
ওরে, অর্বাচীন কবি! ঠিক হ'রে, পাবি তুই দিশে-
সকালে পুষ্পকে নিবি, দুপুরে বেগুন চেয়ে খাবি ,
বিকেলে যা পাস তা-ই, অন্যথায়, তুই ধ্বংস হবি।


০৮/০৭/২০২২
মিরপুর, ঢাকা।