সকল কিছুর দাম বেড়েছে, দাম বাড়েনি আমার;
দামাদামি করতে গেলেই; দোকানদার কয়, ''চামার''!
দাম বেড়েছে চাল-ডাল-তেল, পেঁয়াজ-রসুন-আদার,
কিনতে গেলেই প্রেসার বাড়ে, নাম ভুলি বাপ-দাদার।
শাক-সব্জি, পটল-বেগুন, দাম বেড়েছে আলুর,
দাম কমাতে বললেই; বলে, ''দোকানটা কি খালুর''?
আয় বাড়েনি, ব্যয় বেড়েছে আগের চেয়ে দ্বিগুণ,
মন্ত্রীসাব কয়, ''আধপেটা খাও, সুস্থ থাকতে শিখুন''!
আমরা নাকি সুখে আছি বেহেস্তিদের মতোন!
হুর-গেলেমান আসবে কখন করতে আমায় যতন?
চোখ খুললেই দেখতে যে পাই- চারিদিকে অভাব,
ক্ষুধার জ্বালায় যাচ্ছি ভুলে- ভালো রাখতে স্বভাব।
'পেটের জ্বালা বড়ো জ্বালা', বুঝবে সেদিন বুঝবে,
যেদিন মানুষ তোমার খাবার কেড়ে নিতে যুঝবে।


১৩/০৮/২০২২
মিরপুর, ঢাকা।