.       তোরা সব    যা এগিয়ে যা,
        তোরা সব    যা এগিয়ে যা।
ভয়কাতুরের প্রলাপ শুনে পথে থামিস না।
        তোরা সব    যা এগিয়ে যা,
        তোরা সব    যা এগিয়ে যা।


অনাগত স্বপ্নগুলোর কুঁড়ি যে আজ পুষ্প হলো,
শৃঙ্খলাতে ফিরে এলো, ছিলো যত এলোমেলো।
        রুক্ষমাটির বক্ষ চিড়ে
        জলের ধারা উঠলো ফুঁড়ে
                      জীবন-তোড়ে।
স্বপ্নপূরণ লক্ষ্যে এবার সামনে ফেলিস পা।
        ওরে,    ক্লান্ত হইস না।
        তোরা সব    যা এগিয়ে যা,
        তোরা সব    যা এগিয়ে যা।


বুকের ভেতর বহ্নিজ্বালা জ্বলছে রে দাউদাউ,
পরাজিত শক্ররা সব করছে রে হাউকাউ!
        পিছন পানে টানছে তারা,
        একাত্তরের অসভ্যেরা-
                      জন্তু যারা!
ছল-ছলনার হাজার কথায় বলছে রে যা-তা!
        তারা,   সত্য দেখে না।
        তোরা সব    যা এগিয়ে যা,
        তোরা সব    যা এগিয়ে যা।


বিশ্বমোড়ল অবাক হয়ে চোখ রাঙিয়ে চায়,
তলাবিহীন সেই ঝুড়িটি পূর্ণতা যে পায়!
        মনের ভেতর সাহস যাদের;
        পিছন ফেলে শক্তি কাদের?
                      কোন দুর্মদের?
ভক্তিভরে বল্ রে এবার- দেশ যে আমার মা।
        কেহ    পিছন দেখিস না।
        তোরা সব    যা এগিয়ে যা,
        তোরা সব    যা এগিয়ে যা।


নূতন কিছু করতে গিয়ে প্রলয় নৃত্য কর্ না, ওরে,
চমকিয়া যাক, অত্যাচারী যারা ছিলো একাত্তরে।
        বজ্রসুরের গানে গানে,
        ঢেউ তুলে দে সবার প্রাণে;
                       পেমের টানে।
সৃষ্টিসুখের বৃষ্টি নেমে ভিজুক বসুন্ধরা।
        ওরে,    থমকে দাঁড়াস না।
        তোরা সব    যা এগিয়ে যা,
        তোরা সব    যা এগিয়ে যা।


পাথর ভেঙে বৃষ্টি আনার কর্ তুই সাধনা,
ভেঙে আবার নূতন গড়ার পাবি প্রণোদনা।
        বিশ্বমায়ের আসনতলে,
       লাল-সবুজের বিজয় হলে;
                      হৃদয় দোলে।
তৃপ্ত মনের হাসি জাগে, পাই রে সান্ত্বনা।
        তা কি,    বুঝতে পারিস না?
        তোরা সব    যা এগিয়ে যা,
        তোরা সব    যা এগিয়ে যা।


স্বপ্নপথে এগিয়ে যেতে নাঙা পায়ে চলিস,
লোভ-লালসা তুচ্ছ করে সত্য কথা বলিস।
        দেশ ও জাতি, মানুষেরে,
        বাসবি ভালো পরান ভরে
                           জগৎ জুড়ে।
তাঁদের সুখে সুখি হতেই হোক তোর সাধনা।
         এ যে,    সবার মন্ত্রণা।
        তোরা সব    যা এগিয়ে যা,
        তোরা সব।   যা এগিয়ে যা।


আমরা সবাই মুজিবসেনা! ভয় করি না কিছু,
বাঁধা পেলেই বিপত্তিতে যাই না হটে পিছু।
        যাত্রাপথের লক্ষ্যমুখে
        শেখ মুজিবুর রয় যে বুকে
                         স্বপ্নচোখে।
উন্নয়নের সোপানতলে বাড়া রে তোর পা।
        ওরে,    পিছলে পড়িস না।
        তোরা সব    যা এগিয়ে যা,
        তোরা সব।   যা এগিয়ে যা।


বাংলাদেশের বাঙালি আজ স্বপ্ন বোনার চাষী!
উন্নয়নের মডেল তারা অবাক বিশ্ববাসী।
        শিক্ষা-শান্তি, উন্নয়নে,
        আপদ-বিপদ সকলক্ষণে;
                           জনগণে
'জয় বাংলা' মুখে বলে সামনে ফেলে পা।
       কেউ    ভয়ে মরে না।
       তোরা সব    যা এগিয়ে যা,
       তোরা সব    যা এগিয়ে যা।


০৮/০৭/২০২২
মিরপুর, ঢাকা।