এবার আমি ধান বুনেছি,
ধান বুনেছি- বিন্নি ধানের বীজ ;
তুমি তাতে সেচ দিয়ে যাও,
সেচ দিয়ে যাও প্রেমের সরসিজ।


চৈত্র খরা আমার বুকে,
আমার বুকে চৌচির মাঠঘাট;
ক্ষেতখোলাটি সাফ করেছি,
সাফ করেছি চাষ করে যে পাট।


স্বপ্ন আমার ফুলের মতো,
ফুলের মতো বিকশিত হয়;
তোমার ছবি আমার বুকে,
আমার বুকে আনে যে বিস্ময়।


বিন্নি ধানের খই-মুড়কি,
খই-মুড়কি বিলাই জনে জনে;
তুমি আমার সাধনভজন,
সাধনভজন রহো সঙ্গোপনে।


১২/১০/২০১৭
আমিনবাজার, সাভার ঢাকা।