উজানের জল পাগলিনী প্রায় তেড়েফুঁড়ে আসে ছুটে,
ভেসে যায় ঘর, ভেসে যায় বাড়ি, ভেসে যায় খড়কুটে।
ভেসে যাায় গরু-ছাগল-মহিষ, ভেসে যায় শিশু-দেহ,
গোলা ভেসে যায়, ধান ভেসে যায়, বোঝে না কষ্ট কেহ।
বন্যায় ভাসে ফসল ও ঘর, বন্যায় ভাসে সব,
বন্যাকে নিয়ে চতুর মানুষে করে যায় উৎসব।
ত্রাণের চিত্র যতোটা প্রকাশে যতো মানবিক করে,
ততোটা দরদ পাই না দেখিতে ত্রাণদাতা-অন্তরে।
ফটোশ্যুট করে দলে দলে তারা বিজয় চিহ্ন তুলে,
কোথায় এসেছে? ত্রাণদাতাগণ এই কথা যায় ভুলে।
ছবি তোলা শেষে তারা সবে হেসে নিজ বাড়ি ফিরে যায়,
ইনিয়ে বিনিয়ে মানবিক কথা ফেসবুকে পোস্টায়!
পিছনে তাদের রঙিন ব্যানার 'গোষ্ঠির' পরিচয়,
তারা যেন সবে 'স্বার্থ-গোষ্ঠি' বিধু-সাধুজন কয়।


০৮/০৬/২০২২
মিরপুর, ঢাকা।