আমি চাই, তুমি মারাত্মক সৎ হয়ে
যাও। সত্যকে কখনো ঘষামাজা করা,
এবং নষ্ট করার চেষ্টা করবে না।
যে যা-ই বলুক, এই কথা মনে রেখো,
সত্যেরা, মিথ্যার থেকে বহুগুণ দামী।
মিথ্যা এসে জীবনকে সুন্দর করলেও,
তা' শাশ্বত নয়। মিথ্যার আবর্ত শুধু
আফসোস বয়ে আনে। যেজন সত্যের
প্রতি বিশ্বাস রাখেন এবং বলেন,
পরিবার, বন্ধুজন বিশ্বাস করেন
তাঁকে এবং সকলে বিশ্বস্ত থাকেন।
বিশ্বস্ত মানুষ যখন হাসে, তখন
তামাম দুনিয়া আলোকিত হয়ে ওঠে।
আমি চাই, তুমি বিশ্বস্ত মানুষ হও।
ধোকাবাজ-মিথ্যুকের থেকে দূরে থেকো,
মিথ্যাবাদীর কথায় যখন তোমার
মন ভেঙ্গে যায়; তাকে মাফ করে দিও,
অনাবিল পরম সহনশীলতায়।
সত্য আলোর প্রতিভূ, মিথ্যা অন্ধকার!
অন্ধকার কে চায় জীবনে, বলো তুমি?


১০/০৪/২০২২
মিরপর, ঢাকা।