সাহারার মরু পার হয়ে এসে
বালিয়াড়ি দেখে করিসনে ভয়;
সাগরের জলে কাটে যে জীবন
নদীজল তার তুচ্ছ যে হয়।


দুখের মরুতে কেটেছে যে কাল
যৌবন জ্যোতি, বসন্ত রাগ;
বিদায়ের কালে পিরিতি বিলায়ে
কতটুকু আর করবে সোহাগ?


বিরহ-অনলে পুড়ে পুড়ে ছাই
বুঝবে না কেউ যন্ত্রণা কত?
প্রেমের আগুন ধিকিধিকি জ্বলে
প্রতিদিন বুঝি হচ্ছি নিহত।


বলেছি প্রিয়তি, বুকে তুলে নাও
অসহ্য ব্যথা মানুষ জীবন;
শ্রাবণ ধারায় একা ভেসে চলি
বসন্তহীন শুধু অকারণ!


এ জীবন হলো ধুলোবালিছাই
বাতাসে বাতাসে উড়ে যাবে দূরে;
চলন্ত ট্রেন থেমে যাবে জানি
প্রিয়তি তোমার বাঁশুরীর সুরে।


১০/০৮/২০১৮
মিরপুর, ঢাকা।