বন্ধুরে তুই চাঁদের হাসি
              ভালোবাসি
সকল ফেলে ছুটে আসি নিশিকালে
                         তোর আঁচলে
রাখি তুলে দুঃখ মাখা আমার কথা
                          মনের ব্যথা
                  রাশিরাশি
বন্ধুরে তোর ছোঁয়ায় হাসি
তোর বিরহে কান্না ঝরে অঝোর ধারায়
                           মন কেঁদে যায়
শ্রাবণ বেলায় যেমন করে
আকাশ ভেঙে ছড়িয়ে পড়ে
ঝমঝমাঝম জলের ধারা
              আকুল পারা
ভেজা পাতার মৌসুমী বায়
                বাজিয়ে যায়
সুরের বাঁশি অর্ফিয়াসের করুণ রাগের সুরলহরী
                                           আহা মরি
এমন করে বিষাদ সুরে
তখন আমার এ অন্তরে
সুখের পরশ পাওয়ার তরে হর্ষ তোলে
                  সরস প্রেমের অনুকুলে
           সুরে সুরে
নৃত্য করে ঘুরে ঘুরে
অলক প্রভায় অমরা-প্রেম সর্বনাশী
             বন্ধুরে তুই চাঁদের হাসি
             আমার এ মন সুখ-পিয়াসী
তাইতো তোরে নিগূঢ় করে ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসি...


১৯/০৪/২০১৮
মিরপুর, ঢাকা।