(একটি খবর, একটি ছড়া,
আলুর দমের ডালের বড়া।
মন্তব্যতে লিঙ্কটি দিলাম
পেটের হাসির করি নিলাম।)
---------------------------


ভূত কিনবে, ভূত?
হরেক রকম ভূত যে আছে, অনেক কাজের কাজি,
বোতল-ভরা ভূতের ছাওয়াল প্রমাণ দিতে রাজি।
যেমন তেমন ভূত নয় সে, সাচ্চা ভূতের পুত!
ভূত কিনবে, ভূত?


ভূতের মালিক গহীন রাতে বলবে তারে যা',
তরিৎকর্মা বাতাসি-ভূত করে দেবেন তা'।
তারে দেখে ভয় পাবে না, নয়তো সে অদ্ভুত!
ভূত কিনবে, ভূত?


গরীবানা ছেড়ে যদি ধনী হতে চাও,
কাজের কাজি ভূতের ছাওয়াল নগদ কিনে নাও।
খাওয়ার খরচ লাগবে না তার, খায় সে ছায়ার মুত!
ভূত কিনবে, ভূত?


রায় বাহাদুর চৌধুরী সা'ব কিনতে ভূতের ছানা,
বিনিময়ে জমিজিরাত, বুদ্ধি, সোনাদানা,
সকল কিছু দিয়েও তিনি পায় না তেমন যুত!
ভূত কিনবে, ভূত?


ভূতের দেশে ভূতেরা সব দেখায় যে কারসাজি,
মানুষ নামের ভূতেরা আজ ভূতের থেকেও পাজি।
ভূতের থেকে অদ্ভুত সব মানুষই অচ্ছুৎ।
ভুত চাই না, ভূত।


২১/০১/২০১৮
মিরপুর, ঢাকা।