চাঁদের কপাট খুলে এসেছিলে তুমি, জোছনার মেয়ে!
প্রেমের নদীতে ঢেউ তুলে ঝিকিমিকি ঝিকিঝিকি করে;
মেতেছিলে নির্জন নিশিতে মোহময় অট্টহাসির খেলায়।
বিনোদী বাতাস, নীলাভ আকাশ হয়েছিলো একাকার,
ঠিক তোমার মতোন। মেঘ-কালো চুল, দুরন্ত যৌবন,
চিরল হাসিতে আনন্দমূখর করেছিলে বিশ্ব-চরাচর।
রাতের নির্জনে কবিতারা ছলাৎ ছলাৎ ঢেউ তুলে যায়-
যেমন রূপালি জল সমু্দ্রের মোহানায় মিশে অবশেষে।
আমি যদি যন্ত্রণার নদী হই, প্রবল উর্মির দীর্ঘশ্বাসে
ছুঁয়ে দিতে চাই, ভালোবাসা দিয়ে, তোমার উর্বর জমি,
আজন্ম লালিত প্রেম! দয়া করে তুমি ধরে রেখো, প্রিয়!
যেমন চন্দ্রিমা ধরে রাখে জোছনার প্রতিভাস অবিরত।


১৪/০১/২০১৮
মিরপুর, ঢাকা।