তোর গতর ধইরা কখনও কই নাই,
ভালোবাসি পিরিতির সুখে; যে পিরিতি
আশি টেঁকা সের দরে বেচাকেনা হয়;
এই সুখের নেশায় ভাইস্যা যামু দরিয়ার
জলে। সারারাইত ধইরা বাইয়া যামু
পিরিতির সাম্পান অজানার পথে,
চান্নিপসর রাইতে, তুই আর আমি,
আমি আর তুই পরম্পরা যুগযুগ কাল।
অত:পর, দরিয়ামন্থনে আনমু অমৃতসুধা;
অসুরদলিত দেবতার লাহান করে যামু পান।


শুধু কইছিলাম, তোর আসমানে উড়াইয়া দিমু
আমার ভালোবাসার অন্ধ কইতরগুলান।
আদুরেপরশে তুষ্ট করে রাখবি, তুই যে প্রিয়তি-
নীল দরিয়ার চিরযৌবনবতী মানসী আমার;
যে ভালোবাসা রতির মানদণ্ডে হিসাব করা হয়।
আমি সুখ কুড়াইয়া লইমু মননে-চেতনে,
আমি সুখের লগে ঘরবাড়ি করে গড়াগড়ি খামু-
শিশুকালে যেমন মাটি কাটা গাতার বালুতে
সুখ খুঁইজ্যা লইতাম খাওয়াদাওয়া ভুলে।


০২/০৭/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।