(আমার) চলার পথে তুমি এলে
        মঙ্গলপ্রদীপ নিয়ে,
অন্ধকারে রাঙিয়ে দিলে
        কোমল আলো দিয়ে।


গৃহবাসী বুঝবে কি আর,
অনিকেতের দুঃখেরই ভার?
হৃদয় মাঝে হায়! হাহাকার,
        খুঁজছি তোমায় প্রিয়ে॥


বাউল এ মন ধু-ধু মাঠে
        নিঃস্ব-পথিক হয়ে,
গোপন ব্যাথা বুকে নিয়ে
        দূরপথে যায় বয়ে।


এসে তুমি, হে দরদী!
প্রেমের জলে ভাসাও নদী;
নৃত্য-গীতে প্রাণ অবধি
        থাকবো তোমায় নিয়ে॥


২৪/০৬/২০১৭
মিরপুর, ঢাকা।
(গীতিকবিতা)