তুমি    চপল চরণে সাঁঝের বেলায়
                 এসো গো, এসো প্রিয়তি!
আমি    সাগরের তীরে একা বসে আছি
                 বড়ো অস্থিরমতি॥


         লক্ষ আশার বাসনা জাগিয়ে
                 বসে আছি আমি একা,
        সন্ধ্যাতারার আলো নিভে যায়
                এখনো হলো না দেখা।
প্রিয়    কথা দিয়ে তুমি রাখলে না যে,
মম     মর্ম-বেদনা বুঝলে না যে,
এ কী    ছলনা তোমার বুঝিতে পারি না
                  ওগো, মনোহরাবতি॥


এই    সাঁঝের বাতাস তোমারই নামে
                      ফেলিছে দীর্ঘশ্বাস,
তার    করুণ সুরের রাগিণী জাগিয়া
                     আনিছে সর্বনাশ।
আমি    অপলকে চাহি পথের পানে,
তুমি    আসো কি না আসো প্রাণের টানে,
হায়!    আঁখি সীমানায় দেখি না তোমায়
                    অশ্রু ঝরিছে অতি॥


০৭/০৭/২০১৭
মিরপুর, ঢাকা।
(গীতিকবিতা)