ছুটছে সবাই অনেক তাড়া
        ও ভাই, একটু দাঁড়াও না;
পিছন ফিরে খানিক ভাবো,
        হাত দু'খানি বাড়াও না।


জীবন নামের হলকা আগুন
        জ্বলছে যেন দাবানল!
সব পুড়ে ছাই হয়েই যাবে
        মিথ‌্যে জীবন সবই ছল।


আসল কাজের হয় না কিছুই
        ছুটছে শুধু ছুটছে সব,
কালের ঘড়ি বিকল হলে
        বন্ধ হবে কলরব।


পাগলা মোষের তাড়া খেয়ে
        ছুটছে যেন ছুটছে রে,
অজ্ঞানতার  যাঁতাকলে
        মাথাখানি কুটছে রে।


ছুটছো তুমি, ছুটছি আমি,
        ছুটছে তারা সকল জন,
যাচ্ছে কোথায় কেউ জানে না
        কিসের নেশায় ছুটার পণ!


১৯/০৪/২০১৮
মিরপুর, ঢাকা।