রাগান্বিত স্ত্রী-
"দুত্তোরি ছাই! ভাল্লাগে না,
        রসকষহীন সংসার,
তোমার সাথে ঘর করে যে
        জীবন আমার ছাড়খার।
যাচ্ছি চলে বাপের বাড়ি,
        ডেকো না আর 'গিন্নী',
আমার চেয়ে ভালো আছে
        রাস্তারই ফকিন্নি!"


স্বামী-
"যাবেই যখন বাপের বাড়ি,
        করতে পারি, কী আমি?
সোনাদানা সব নিয়ে যাও,
        আছে যতো, যা দামী।
আমি কিছুই বলবো না আর
        ইচ্ছেমতো যেটুক চাও,
তোমার কথার মূল্য থাকুক,
        যাওয়ার ভাড়া নিয়ে যাও।"


স্ত্রী -
"যাওয়ার ভাড়া! বলছোটা কি?
        আসার ভাড়া কে দেবে?
আসার ভাড়া কোথায় পাবো?
        এখন আমায় কে নেবে?
যাওয়াআসার ভাড়াটা দাও,
        রাগ করেছি খুব আমি,
আজ থেকে আর করবে নাকো
        আমার সাথে ফাজলামি।"


২১/০৯/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।