দাও আমাকে পাখি করে
মহান প্রভু আল্লাহ! ওরে
সেই আবাবিল- ছোট্ট পাখি,
               খোদার দয়ায় গড়া।
তেজস্ক্রিয় পাথরকুচি
মারবো এবার পাষাণ 'সুচি'
সাপ প্রজাতির হিংস্রতা যার
               মনের ভেতর ভরা।


ঠাণ্ডা মাথায় মারছে মানুষ
নাইরে তাদের ধর্ম ও হুঁশ
তাদের মাথায় মারবো ছুঁড়ে
               অনেক জোরে তা',
স্বার্থবাদী পশুরই দল
মারতে মানুষ করে যে ছল
এবার তাদের ধ্বংস হবে
               সকল বাহানা।


খোদাদ্রোহী আবরাহা যে
ধ্বংস হলো এক নিমেষে
তেমনি করে ধ্বংস হবে
               সুচির অসুরদল,
মানুষ মারার জালিম যারা
বুঝে যাবে এবার তারা
ধ্বংস তাদের হবেই হবে,
               আসছে জোয়ার জল।
ওরে, ওই আসছে জোয়ার জল।


০৯/০৯/২০১৭
মিরপুর, ঢাকা।