ডিজিটালাইজড যুগে এসে
ইউরোপ-এশিয়া, আমেরিকার দেশে
অথবা আফ্রিকা, দূরের অস্ট্রেলিয়ায়;
কী ঘটেছে কিংবা ঘটতে যাচ্ছে শোনা যায়,
মুহূর্তকালের ব্যবধানে।
এটুকু যায় না দেখা পাশের বাথানে
পড়ে আছে একজন অবাঞ্ছিত শিশু,
কিশোরী মায়ের জড়ায়ুত্থিত মরিয়মের যিশু।
শোনা যায় না বাতুল কর্মেতে ব্যস্ত,
মাত্র কয়েক ফুটের ব্যবধানে
পাশের কক্ষেতে বৃদ্ধ বাবা-মা'র কষ্টের সমূহ কথা।
প্রেমহীন জীবনের আকুলতা!
অথবা ক্ষুধার্ত পড়শীর আর্তনাদ।
এ রকম ঘটে যাওয়া কতো না সংবাদ
তরঙ্গভঙ্গফেনিচ্ছলে তোলে ঢেউ;
অথচ, আমরা তা' শুনতে পারছি না কেউ।


২৮/০৪/২০২২
মিরপুর, ঢাকা।