একজন মানুষকে অনেক অনেকদিন প্রতারিত করা যায়,
তাকে বেঁধে রাখা যায় শাসনের যাঁতাকলে.
                                     শোষণের শৃঙ্খলে।
মনে রেখো, একদিন সে চিৎকার করে উঠবেই
                 মুক্তির অমিয় আলোর পরশন নিতে।
অতঃপর, হাবসি ক্রীতদাস বেলাল যেমন
প্রতিহিংসার অনলে জ্বলে উঠা শাণিত বল্লব ছুঁড়েছিলো
                      ভয়ংকর মনিব উমাইয়ার বুকে;
তেমনি বিদ্রোহ করে যাবে,
               সে-ই হবে পৃথিবীর দ্বিতীয় বিদ্রোহী।


১৬/০৪/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।