আসছে রে ঐ, আসছে রে ঐ কৈলাসধাম ছেড়ে
শারদীয়া, অসুরনাশা, পার্বতী, মা দুর্গা!
লক্ষ্মী-গণেশ-সরস্বতী-কার্তিকসহ মাতা,
মর্ত্যলোকের অসুসেরা- এবার তোরা দূর যা!
সাজ সাজ রব চারিদিকে চলছে এখন ওই
বাড়ছে রে দেখ শরণ্যারই বরণ কলরব;
ঢাকে কাঠি পড়ছে জোরে- ঢাক কুর কুর কুর
আসছে মাতা বাপের বাড়ি হবে রে উৎসব।
কাশ বনেতে আগমনী বার্তা বহে দেখ
আকাশপটে পুঞ্জ পুঞ্জ সাদা মেঘের মেলা;
আসছে সদলবলে সতী ভুবন মাঝে ওই
নৌকা চড়ে হেলেদুলে ভেঙ্গে জলের খেলা।
ঘোড়ায় তাঁরে পাঠিয়ে দেবো কৈলাসধাম, ওরে!
আনন্দময় দিন চারিকের নাইওরির শেষকালে;
বাজা রে ঢোল, কাঁসরখানি ধুপধুনাতে জোরে
মায়ের নামের ভক্তিরসের গানের তালে তালে।
দুর্গা পুজার উৎসবে হোক- সবার অঙ্গীকার,
অত্যাচারীর ধ্বংসের তরে হানবো তলোয়ার।


১১/০৯/২০১৭
মিরপুর, ঢাকা।