বিজনের অন্ধকারে নির্জনতার চাদর নীরবে সরিয়ে
বিরহিত স্বপ্নজালে, হৃদয়ের ক্যানভাসে তুমি নেমে আসো,
সূর্যের শেষ আলোয় জেগে উঠা বিচ্ছুরিত প্রভা চোখে নিয়ে
চমৎকার দৃষ্টির প্রেমময় উপাখ্যান মেলে ভালোবাসো।
অবদমিত প্রেমের যাবতীয় জঞ্জালের রেশটুকু ঢাকো
সপ্রতিভ পদভারে সাগর-ঊর্মিমালার মতোন, সতত
নিঃসঙ্গ বেলাভূমিকে সোহাগের আলিঙ্গনে বুকে ধরে রাখো;
হৃদয়ের কাছাকাছি নীল চোখের পাতায় আকাশের মতো।


এখানে যা কিছু আছে- নীল আকাশের ছায়া, সুরভিত বায়ু,
ঝাউয়ের ঘনবন, সমুদ্রের নোনাজল- খেলা করে যায়;
দূরবর্তী গাঙচিল ফিরে আসে ঝাউবনে, খুঁজে পরমায়ু,
সকরুণ রাগিণীর মরমিয়া গান গেয়ে অসীম মায়ায়।
জীবনের সন্ধিক্ষণে অজস্র দুঃখের মাঝে, মনের আর্শিতে
তোমার মূরতি আঁকি, চিরন্তন প্রেম-অনুরাগ অর্ঘ্য দিতে।


১৪/১১/২০১৭
মিরপুর, ঢাকা।