একটু আগুন চাই জীবনে
একটু আগুন চাই।
আগুন দিয়ে পুড়িয়ে দেবো হিংসা-বিদ্বেষ; তাই,
একটু আগুন চাই।  
জ্ঞানের আগুন
প্রাণের আগুন
মানের আগুন চাই।
সে-ই আগুনে জ্বালিয়ে দেব
এই পৃথিবীর সমস্ত বালাই।
একটু আগুন চাই জীবনে
একটু আগুন চাই।
আগুন দিয়ে পুড়িয়ে দেবো জরাব্যধি সব,
পুড়িয়ে দেবো অত্যাচারীর জাহেলি উৎসব;
অসুন্দরকে পুড়িয়ে দিয়ে করবো আমি ছাই।
একটু আগুন চাই জীবনে
একটু আগুন চাই।
নাঙ্গা-ভুখার শীতের দাপট কমিয়ে দিতে,
যে-ই আগুনের কোন জুড়ি নাই।
এমন আগুন চাই জীবনে
এমন আগুন চাই।


২৩/০১/২০২৩
মিরপুর ঢাকা।