ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি!
তোমার নামে আহাজারি,
কতোই চলে প্রভাত ফেরি
        একুশ তারিখ ভোরে।
বাংলা ভাষার জন্য যারা
নয় উদাসীন, আত্মহারা;
রক্ত ও প্রাণ দিলো তারা
        মাতৃভাষার তরে।


ফেব্রুয়ারি মায়ের ভাষা,
ফেব্রুয়ারি সুখের আশা,
ফেব্রয়ারি ভালোবাসা
        অন্তরে অন্তরে।
দুঃখ-সুখের কান্না-হাসায়,
সকল মনের ভালোবাসায়,
স্বপ্ন দেখায় মাতৃভাষায়
        উজ্জ্বলতা ভরে।


বাংলা আমার প্রাণের কথা,
তাতেই লিখি দুঃখ-গাঁথা,
ভালোবাসার হাজার কথা
        বাংলাতে সব ফোটে।
বাংলা ভাষা ফুলের কলি,
প্রেমিক মনের নামাবলী;
বাংলাতে দেয় প্রাণোঞ্জলি
        বাঙালি একজোটে।


মায়ের এমন ভাষাকে আজ
রাখবো করে মাথারই তাজ;
সংশোধনে নাই কোনো লাজ
        শিখবো শুদ্ধ করে।
মায়ের ভাষা অমূল্য ধন,
বুঝে গেছেন মধুসূদন,
এবার সবাই করবো রে পণ
        মাতৃভাষার তরে।


এই ভাষাকে সেরা ভেবে
অন্য ভাষায় শ্রদ্ধা রবে;
ভিন-ভাষীগণ বলবে সবে
        একুশ প্রাণের গান।
বাঙালিরা এমন জাতি,
নয়কো তারা ক্ষুদ্রমতি;
ভিন্ন ভাষায় শ্রদ্ধা অতি
        করে যে সম্মান।


ফেব্রুয়ারি. ফেব্রুয়ারি!
        জন্ম বাংলাদেশে,
বিশ্ববাসী স্মরণ করে
        গভীর ভালোবেসে।


২২/০২/২০২০
মিরপুর, ঢাকা।