ঘুমের ভেতরে স্বপ্নগুলো ঝিকিঝিকি জ্বলে,
পুরাতন ভালোবাসা ধীরে ধীরে এসে,
হেসে হেসে কথা বলে যায় অভিনব ছলে।
তোমার চুলের গন্ধ সোঁদাময় মাদকতাপূর্ণ!
প্রারম্ভিক যুবকের চিন্তা চেতনায় ঢেউ খেলে যায়,
আলোড়ণ তুলে আনে আজন্মের জলজ প্রবাহ।


সুতোকাটা ঘুড়িদের পেছনে পেছনে
দৌঁড়ে গেছি কতোবার, অনেক দূরের পথে;
ক্লান্ত অবসন্ন হয়ে ফিরেছি। আবার
ছুটেছি উদ্যোমী হয়ে নূতন আশায়!
অধরা স্বপ্নেরা ফিরে গেছে নীরবে বিবিধভাবে
হাত নেড়ে গেছে- 'বাই বাই, টা টা' এই কথা বলে।


বিদায়ের গৌধূলি বেলায়-
রক্তিম আকাশ ধীরে ধীরে কালো হয়ে আসে।
অদ্ভুত আলোর দিকে পথ হেঁটে চলি,
পথ হেঁটে যাই নীলিমায়, নীলিমায়...


০২/০৪/২০১৮
মিরপুর, ঢাকা।