ভুরি ভুরি জিপিএ-পাঁচ পাশের ছড়াছড়ি,
জ্ঞানের মাপে নাই যে তাদের মূল্য কানাকড়ি।
'বুক'-এর চেয়ে ফেসবুকেতে থাকে তারা বেশি,
তাদের মনে আদর্শ যে রঙিন এলোকেশী।
উচ্চ শিক্ষার পরীক্ষাতে শতকরা দুই জন
পাশ করে যে; আর সকলে করে রে ক্রন্দন।
হায়রে হায়! জিপিএ-ফাইভ মূল্যহীন যে তুই,
বল্ না আমায় আদর করে কোথায় তোরে থুই?


ভার্সিটি আর মেডিক্যালে, বুয়েটের ভর্তিতে,
শর্ত থাকে নিশর্ততায় প্রাপ্ত সনদটিকে।
জিপিএ-পাঁচ পাবে যারা, যোগ্য তারাই হবে;
এই নিয়মটা তোমরা বলো বন্ধ হবে কবে?
গাঁয়ের ছেলে জ্ঞানী, তবে নেইকো পাঁচের ছাপ,
তাইতো ওরা পিছিয়ে পড়ে, বাড়ছে মনস্তাপ।


২৩ বৈশাখ, ১৪২৪
০৬/০৫/২০১৭
মিরপুর, ঢাকা।