জন্ম থেকে বেড়ে উঠা, এই কারাগারে,
অদৃশ্য সুঁতোয় বাঁধা যৌবনের কাল;
নীরবে নীরবে যাচ্ছে ঘন অন্ধকারে
জীবনের দিনগুলো; পঙ্কিল, জঞ্জাল!
নিত্য অমাবস্যা; খুঁজি পূর্ণিমার চাঁদ
বিশ্বময়; হয়রান, উদাসিনী মন।
নীল ঘাগড়ার নিচে ঘুঙুরের ফাঁদ,
এ জীবন বয়ে আনে গভীর ক্রন্দন।


নিষ্পাপ শৈশব কাটে অপার বিস্ময়ে!
ক্রমে টেনে নিয়ে যায় গহন অাঁধারে।
ক্ষুধার তাড়না, বেঁচে থাকার প্রত্যয়ে;
জন্মদাত্রী পৃথিবীতে এনেছে আমারে
পিতৃপরিচয়হীন; নিয়মমাফিক,
আরেকজন পতিতা সৃষ্টি হবে ঠিক।


১৪/০৮/২০১৭
মিরপুর, ঢাকা।