তোর কি মায়া নাইরে বন্ধু,
       তোর কি কোন মায়া নাই,
সেই যে তুই চইল্যা গেলি
       আসলি না আর আমার ঠাঁই।।


নিশিরাইতে চোখের জলে
কান্দি রে তোর নামটি বলে,
আইলে না আর হিয়াতলে,
          নয়নজলে গাল ভাসাই।।


প্রেমের নেশায় মাতাল করে
       গেলি রে তুই কোন সুদূরে?
তোরই নামের সুরের ধ্বনি
       বাজছে আমার হৃদয় জুড়ে।


এবার পাইলে তোরে আমি
বাইন্ধা রাখমু দিবস-যামী,
হীরার চেয়ে তুই যে দামী
          আর তো আমার কেহ নাই।।


১১/০৭/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।
(গীতিকবিতা)