আমি যার কবি        আঁকি তার ছবি
         সে এখন দূরে রয়,
কবিতার কথা        বলে বাতুলতা
         চোখে তার বিস্ময়!


ভালোবাসা যতো     দেই অবিরত
         ততো করে সংশয়,
সময়ে সুযোগে        বলে যে হুজুগে
        সব নাকি অভিনয়।


আমি যে শিষ্য         পেয়েছি বিশ্ব
         বলেছি জগৎময়,
ভোলেনা সে সব        করে কলরব
         শত ছলে কথা কয়।


'সব কিছু ফেলো        মনখানি মেলো
          শুভ মননের জয়,
রাগ যাক ভেসে          এসো ভালোবেসে
          হোক বিষাদের ক্ষয়।'


১৯/০৫/২০১৫
মিরপুর, ঢাকা।


(মাত্রাবৃত্ত ছন্দ ধারা)