জীবন
-----
জীবন যেন চরাচরে একফসলি ভূমি,
সময় শেষে খিল হয়ে যায় ফসল তোলার পরে।
থাকে না আর জীবন ঘিরে কোনই গোয়ার্তুমি;
জীবন যেন চরাচরে একফসলি জমি।
সকল ছেড়ে কোন সুদূরে চলে গেলে তুমি?
একলা একা রই পরে আজ আঁধার বিজন ঘরে।
জীবন যেন চরাচরে একফসলি ভূমি
সময় শেষে খিল হয়ে যায় ফসল তোলার পরে।


মন
---
দীর্ঘশ্বাসের তীব্রদহন বাড়ায় হুতাশন!
মন যেন এক মরুভূমি পুড়ছে অবিরাম।
চিত্ত খুলে নিত্য খুঁজি পেলাম না দর্শন!
দীর্ঘশ্বাসের তীব্রদহন বাড়ায় হুতাশন।
মরছি ঘুরে মোহের ঘোরে হয় না পলায়ন,
ছুটছি মরে মরিচীকায় নেই কোন বিশ্রাম।
দীর্ঘশ্বাসের তীব্রদহন বাড়ায় হুতাশন,
মন যেন এক মরুভূমি পুড়ছে অবিরাম।


১৯/০৬/২০২২
মিরপুর, ঢাকা।