নদীর বুকের জলের আওয়াজ সবটা নদীর নয়,
নদীর জলের বিশাল রাশি,
নদীর তীরের কান্না হাসি;
স্রোতস্বিনীর ফল্গুধারায় যতোই উতরোল!
জলের ধারার কলধ্বনি সবটা নদীর নয়।
অশ্রুঝরা কিশোরীদের নাইয়র নেবার কালে,
ঝর ঝর ঝর ঝরেছিলো ওই নদীটার জলে,
বয়সী রাতের অন্ধকারে চুপি চুপি এসে,
বিরহিনী রাধা বুঝি কেঁদেছিলো; শেষে
ঝাপ দিয়েছে স্রোতস্বিনীর কোলে,
পঞ্চমীর ঐ চাঁদটি যখন ডুবেছিলো সেই নদীরই জলে;
কৃষ্ণা আঁখির অজস্র জল মিশেছিলো তাতে।
নদীর বুকের জলের আওয়াজ সবটা নদীর নয়,
নদীর জলের গভীরতা সবটা নদীর নয়।


০২/০৩/২০১৮
মিরপুর, ঢাকা।