নিঃস্ব বলে বিশ্ব মাঝে একলা ফেলে আমায়,
তোমার আবেগ কিশোরী প্রেম মুছে দিলে ঝামায়।
জানো তুমি? এখন আমি অনেক টাকার মালিক!
চলার পথে দাঁড়িয়ে থাকে জোড়ায় জোড়ায় শালিক।


বলতে তুমি 'ওয়ান ফর সরো, টু ফর দ্যা জয়',
এখন আমার টাকারা সব কতোই কথা কয়!
ইচ্ছে হলেই ঘুমিয়ে থাকে, ইচ্ছে হলেই ওড়ে,
টাকারা সব নেচে বেড়ায় লোহার সিন্ধুক ঘরে।


কিন্তু তুমি নিঃস্ব বলে সেই যে গেলে চলে,
মালা দিলে ধনকুবের এক বণিকেরই গলে।
সে নাকি রোজ নিয়ম করে ঝগড়াঝাটি করে,
মাতাল হয়ে টলতে টলতে আসে তোমার ঘরে?


এখনো যে স্বপ্নে দেখি তোমার অমল হাসি,
কাজলকালো চোখগুলোকে বড়োই ভালোবাসি।
সাত ভুতেতে খাচ্ছে লুটে, তুমি এখন কই?
কিশোর থেকেই যাকে আমি ভাবতাম জীবন-সই।


১৪/০৬/২০১৭
মিরপুর, ঢাকা।


'মেয়েরা ভালোবাসে কবিকে, আর বিয়ে করে বণিককে।'