প্রেমের নায়িকা- বনলতা সেন, এবার থাকুন দূরে।
চারিদিকে আজ মৃত্যুর খেলা, রক্ত-অশ্রু সুরে।
নাফ নদী আজ টকটকে লাল রোহিঙ্গাদের রক্তে।
কেউ কিরে নেই বন্ধ করতে হত্যাকারীর ভক্তে?
বিশ্ববিবেক! মানবধিকার বলে বলে তোল ফেনা,
এখন কেহই কিছুই বলো না; সবে কি  তাদের কেনা?
রক্ত-নহর নারী ও শিশুর; তুচ্ছ হালাকু খান!
বধির কি সবে? কান্নার সুর শোনো না বিবেকবান?
কোরিয়া সাগরে মাতালের গান আক্রোশে আজ বাজে,
আনবিক বোমা, হাইড্রোজেন, মানুষেরই সমাজে-
একাকার হয়ে যুদ্ধ-ধামামা, কভু বেজে উঠে যদি,
কিছুই রবে না, মানুষ ও প্রেম, অকালে হারাবে নদী।  
বনলতা সেন! আজ দূরে থাকো, প্রেম প্রেম খেলা শেষ।
মৃত্যুর ভয় জীবনের মাঝে আনে না সুখ-আবেশ।
আরব-সিরিয়া, ইরাক-ইরান ও আফগানিস্তান,
যেখানে মানুষ, সেখানে যুদ্ধ, সেথানে রক্তবান!
কে দেয় যুদ্ধে আগুনের তেজ? মরণের ফাঁসি ওরে?
তাদের ধ্বংসে জাগো হে বিবেক, আগামী জনের তরে।
মানুষের ধরা মানুষের তরে সুন্দর রাখো ভাই,
মরণ নেশার যুদ্ধ-খেলার অবসান আজি চাই।


০৪/০৯/২০১৭
বদরপুর, মতলব, চাঁদপুর।