ছন্দছাড়া কাব্যজগত হয় না সহজ জয়,
বলছে রবি- 'গদ্য সহজ, গদ্যছন্দ নয়।'
কাব্য হলো ইষ্টক এক, ছাঁচে তৈরি যেমন,
ভাব-উপমা ছন্দ-ছাঁচে কাব্য গড়ে তেমন।
অন্ত্যমিলে চরণ পরে লিখলে চরণখানি,
ছন্দ তারে কয় না কেহ, এ টুকু যে জানি।
ছন্দ হলো- শব্দ, অক্ষর, মাত্রা,পর্ব, যতি;
ছন্দকলার কাব্যকথা সুমধুর হয় অতি।
কাব্য হবে ফুল ও আকাশ, সাগর-নদীজল,
সবুজ পাহাড়, চাঁদের আলো, ঝর্ণা অবিরল।
ছন্দছাড়া কাব্যকথা কাব্যকারে বাঁধে,
পড়তে গিয়ে হুমড়ি খেলে কাব্যচেতন কাঁদে।


১০/১০/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।