এক বৈরী পরিবেশে এ জীবন কাটিয়ে গেলাম!
যখন চেয়েছিলাম প্রেম-স্নেহ আর ভালোবাসা;
সে-সময় কাটিয়েছি অবরুদ্ধ খাঁচার ভেতরে;
কেঁদেছি পাখা ঝাপটিয়ে দয়ামায়াহীন অয়োময়ে।
কান্নার করুণ শব্দ ছড়িয়ে পড়েছে মৃত্তিকার
স্যাঁতস্যাঁতে অন্ধকারে, অতিতুচ্ছ আবর্জনা সম।
ভাসমান শ্যাওলার ন্যায় ভেসে গেছি নিরন্তর
এ-ঘাট থেকে ও-ঘাটে, অবিরাম, তুচ্ছের তাচ্ছিল্যে।
তবুও,  কৈ মাছের প্রাণ নিয়ে প্রতিকুলতায়
বেঁচে আছি; টিকে আছি কালন্দর জীবন-যাপনে।
শেষের সঙ্গীত কবে করুণ সুরের মূর্ছনায়
জেগে উঠবে ভুবনে? তার অপেক্ষায় বসে আছি।
হে সুন্দরী মৃত্যু! এসো, মমতায় জড়াও আমায়;
কালন্দর জীবনের পথচলা শেষ হয়ে যাক।


২৪/০৭/২০২২
মিরপুর,  ঢাকা।