এই কথাটি কেউ ভাবে না, কেউ।
থাকবে না কেউ মর্তলোকে,
শেষ হবে এ জীবনখানি এক পলকে।
সকল মানুষ, সকল প্রাণী সকল ছেড়ে
যেতে হবে অন্যলোকে
সকল ফেলে; হোক না তারা
সিংহ কিংবা রাগব বোয়াল, ফেউ;
এই কথাটি কেউ ভাবে না, কেউ।


তাদের যতো শক্তি-সাহস থাকুক-
বুদ্ধি এবং অর্থ, জনবল!
সময় করাল গ্রাসে তারা হবেই মূল্যহীন,
এখন যে সব টানছে রসাতল।
কাজ হবে না অশ্রুজলে
কাঁদলে তখন করে রে ভেউ ভেউ।
এই কথাটি মনে রেখো-
আপদকালে স্বজন সুজন কেউ হবে না, কেউ।


০৩/১১/২০১৭
মিরপুর, ঢাকা।