(আমি) খুঁজে ফিরি প্রিয় প্রিয়তিকে হায়!
              কতো দূরে কোন অজানায়?
(তার) চরণের ধ্বনি কান পেতে শুনি,
              দূরে মিলে কোন সীমানায়?


আমারইৃ মনের নিদাঘ আকাশে
জলভরা কালো মেঘেতে সে আসে
চাতকপরাণ আকুল তিয়াসে
              সেই বারিধারা যেচে যায়॥


সাগরের প্রাণে জলের স্বরের
              মোহময় সুরে উঠে গান,
দূরের চন্দ্র জোছনা ছড়ায়
             ভুলে গিয়ে তার অভিমান।


আমার কাননে বসিয়া প্রিয়তি
গেয়ে যাও তুমি প্রিয় শ্যামগীতি
দিবসের শেষে জ্বালিয়ে আরতি
             পুজিবো তোমারে বাসনায়॥


২৪/০৬/২০১৭
মিরপুর, ঢাকা।
(গীতিকবিতা)