কি যে যন্ত্রণা! ভালোতো লাগে না,
চঞ্চল মন কাঁদে অকারণ;
নাই যে চন্দনা।
সাগরের কাছে সঞ্চিত আছে
আমার প্রেমিক মন,
বায়ু দিয়ে তাই ঢেউ তুলে যাই
উত্তাল সারাক্ষণ।
হাত ধরে তুমি জাগালে এ যামী
মন্দ হইতো না।
কি যে যন্ত্রণা! ভালোতো লাগে না,
চঞ্চল মন কাঁদে অকারণ;
নাই যে চন্দনা।
বেলাভুমে হাঁটে বিরহী হৃদয়,
পৃথিবীতে আঁকে স্বপ্ন নিচয়,
জীবনের কত দুঃখ যে সয়-
হয় না যে তা গোণা।
কি যে যন্ত্রণা! ভালোতো লাগে না,
চঞ্চল মন কাঁদে অকারণ
নাই যে চন্দনা।


১৩ বৈশাখ, ১৪২৪
২৬/০৪/২০১৭
মিরপুর, ঢাকা।