কবি হলো পাখি জাতি
প্রকৃতির মাঝে ভাই,
স্বজাতির সাথে তারা
ঘুরেফিরে উড়ে তাই।
                  কাকেদের দলে কভু
                  পায়রা কি উড়ে যায়?
                  জলপিঁপি কখনো কি
                  চিলেদের সাথে খায়?
যার যার জাতে তারা
থাকে মিলেমিশে ভাই,
একসাথে গান গায়
এক সুরে ভেদ নাই।
                  ছোট কবি. বড় কবি
                  মিশে থাকে একসাথে,
                  সুখেদুখে দলবেঁধে
                  খায় তারা একপাতে।
এসো, সবে একসাথে
ঘুরেফিরে গান গাই,
কবি হলো পাখি জাতি
একসাথে উড়ি তাই।


                  ৩১/১২/২০১৭
                  মিরপুর, ঢাকা।