তুমি যদি যেতে চাও, চলে যাও; দূরের আকাশে,
নক্ষত্রের নীল দেশে। পৃথিবীতে রয়ে যাবো একা,
নিঃসঙ্গ; বেদনা নিয়ে প্রতিদিন গেয়ে যাবো গান,
নির্লিপ্তের। অফুরান সুরে সুরে বাজবে তখন
অর্ফিয়াসের বাঁশরী জীবনের ঘোর সন্ধিক্ষণে।
যদি বিমুগ্ধ প্রকৃতি স্তব্ধ হয় বাশরীর তানে,
মৃত্যুর শীতল হাত ছুঁয়ে যায় আমার শরীর
মেঘনার কালো জলে ভেসে যাবো অনন্তের পথে।


ঘৃণিত অভ্যাস-মিথ্যা। অর্থগর্বে, বিত্তের জৌলসে
মানুষেরা অহঙ্কারী। পৃথিবীর যতো মিথ্যুকেরা
রাজনীতির অঙ্গনে তোলপাড় করা নেতা হয়;
তারা তুষ্টির প্রলেপে জনতাকে ধোকা দিয়ে যায়।
কবি মিথ্যা বলেন না চৈতন্যের উপরে দাঁড়িয়ে;
কারণ, কবি সর্বদা জরামুক্ত; সত্যে ভীত নয়।


২৪/০২/২০১৮
মিরপুর, ঢাকা।