বাঙালি-মনের শক্তি, এনে দিলে তুমি
প্রাণের সফল মুক্তি; অমৃত সমান!
শোধিতে পারিবে না এ ঋণ বাংলাভূমি,
কৃতজ্ঞ বাঙালি; তোমার মূল্যবান দান।
তৃষ্ণায় আকুল ছিলো বাঙালির প্রাণ,
রোদন করতো তারা দুঃখ-আঁখিজলে;
জন্ম নিলে বাংলাদেশে তেজি বিবস্বান!
ঘোচালে আঁধার অলৌকিক শক্তিবলে।
বিমল বাঙালি তুমি; অতি সাধারণ
বাঙালির রক্তে স্রোত এনে দিলে ভবে;
অকৃত্রিম ভালোবাসা, সাধনার ধন;
ভালোবেসে গেছো তুমি সকল সম্ভবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!
কবিদের সেরা কবি, তুমি পূণ্যবান।


০৪/০৭/২০২২
মিরপুর, ঢাকা।